নিজস্ব সংবাদদাতা : রাজ্যে কোভিডের ভয়াভয়তায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘরের বৈঠক থেকে কোভিড থেকে বাঁচতে মেয়েদের চুল ঢেকে রাখার ছেলেদের টুপি পড়ার পরামর্শ দেন তিনি। বলেন, প্রশাসন তো জোর করে মাস্ক পড়াতে পারবে না। তাই নিজেক বাঁচাতে নিজকে মাস্ক পড়তে হবে। আমি নিজেই জানি না কার কার কোভিড হয়েছে। করোনা আক্রান্ত সবার দ্রুত আরোগ্য কামনা করছি। মাস্ক গ্লাভস অবশ্যই পড়ুন। কোভিডের জন্য ১৯৪টি হাসপাতাল চিহ্নিত করা হয়েছে। ৭-৮ দিনে ৪৫ হাজারের বেশি আক্রান্ত। হাসপাতালে ভর্তি ২০০০ এর কিছু বেশি। বাড়িতে কেউ আক্রান্ত হলে বাকি সদস্যরাও বাড়িতেই থাকুন। সামান্য জ্বনরে ভয় পাবেন না। ভালো করে খাওয়া দাওয়া করুন।