নিজস্ব সংবাদদাতা : করোনা-ওমিক্রমণের জোড়া ফলায় ক্রমে উদ্বেগ বাড়ছে রাজ্যে। এমতাবস্থায় গঙ্গাসাগর মেলায় সংক্রমণের ঝুঁকি অনেকটাই। এই ইস্যুতে হাইকোর্টে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা। সেই মামলার শুনানিতে বুধবার বিচারপতি রাজ্যেকে বলে, চাইলে বন্ধ করা যেতে পারে গঙ্গাসাগর মেলা। রাজ্য কী চায় সে প্রশ্নও করেন তিনি। রাজ্যকে এবিষয়ে সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার জানানে বলা হয়। সেই সঙ্গে বিচারপতি বলেন, স্নানের মাধ্যমে ড্রপলেট ছড়ালে, সংক্রমণ আরও বাড়বে কিনা সেটাও সিদ্ধান্ত গ্রহণের সময় বিবেচনায় রাখতে হবে। তবে অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, "বিধিনিষেধ মেনেই মে়লা করতে চায় রাজ্য।"