নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির লাজপত রাই মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড। চাঁদনি চকের লাজপত রাই মার্কেটে আজ ভোরে আগুন লাগে। অগ্নিনির্বাপক কাজের জন্য ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন পৌঁছায়। কী থেকে এমন আগুন লাগল, এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডে প্রাণহানির কোনও তথ্য পাওয়া যায়নি।