নিজস্ব সংবাদদাতাঃ টানা ১৭ ঘণ্টারও বেশি সময় ধরে শিয়ালদহ-বনগাঁ শাখায় রেল অবরোধ। যার জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। করোনা আবহে এত মানুষ ঠাকুরনগর স্টেশন, প্ল্যাটফর্মে জমায়েত হওয়ায় সংক্রমণের ঝুঁকি দেখছে ওয়াকিবহাল মহল। চিন্তিত রেল কর্তৃপক্ষও। জানা গিয়েছে, রাতে থাকার জন্য অবরোধকারীরা বাড়ি থেকে কম্বল নিয়ে আসছেন। দাবি একটাই, তাঁদের দাবিমতো ট্রেন চালাতে হবে। যতক্ষণ না তা চালু হবে, ততক্ষণ তাঁরা অবরোধ চালিয়ে যাবেন। স্থানীয় পুলিশ প্রশাসন ও রেল কর্তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলে তা তুলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কোনও ফল না হওয়ায় এদিন দুপুরে ঠাকুরনগর স্টেশনে গিয়ে কথা বলেন বনগাঁর এসডিপিও অশেষ বিক্রম দস্তিদার, ডেপুটি ম্যাজিস্ট্রেট নাজিম আলি মুক্তি। অবরোধকারীরা তাঁদের পরিষ্কার জানিয়ে দেন, ওই দুটি ট্রেন চলাচল শুরু না হওয়া পর্যন্ত তাঁরা অবরোধ তুলবেন না। ফলে ২৪ ঘণ্টা ধরে অবরোধ চলার আশঙ্কা করা হচ্ছে।