নিজস্ব সংবাদদাতাঃ খারাপ সময়ে মিশনারিজ অফ চ্যারিটির পাশে দাঁড়ালেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ওড়িশার মুখ্যমন্ত্রীর উদ্যোগে বড়সড় অংকের অর্থ সাহায্য করা হল মাদার টেরিজার সংস্থাকে। ক’ দিন আগেই কেন্দ্রের নির্দেশে বিদেশি অনুদান পাওয়ার রাস্তা বন্ধ হয়েছে মিশনারিজ অফ চ্যারিটির। ফ্রিজ করা হয়েছে সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কেন্দ্রের এই পদক্ষেপের জেরে মাদার টেরিজার এই স্বেচ্ছাসেবী সংগঠনের ২২ হাজার রোগী এবং কর্মী ওষুধ ও খাবার থেকে বঞ্চিত হচ্ছেন। সেই পরিস্থিতি যাতে তাঁর রাজ্যে না হয়, তারই ব্যবস্থা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এদিন মুখ্যমন্ত্রীর দপ্তর জানিয়েছে, মিশনারিজ অফ চ্যারিটিকে ৭৮ লাখ ৭৬ হাজার টাকা আর্থিক সাহায্য করা হয়েছে সরকারের তরফে। এদিন নবীন পট্টনায়েকের দপ্তরের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, “জেলার প্রশাসনিক আধিকারিকদের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক নির্দেশ দিয়েছেন, তাঁরা যেন মিশনারিজ অফ চ্যারিটির কেন্দ্রগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে। কোনওভাবেই যেন আর্থিক কারণে তাদের কাজ ব্যাহত না হয়। বিশেষত খাদ্য ও স্বাস্থ্য সংক্রান্ত কাজ যাতে অব্যাহত থাকে তার দিকে বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে। যখনই প্রয়োজন হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থ সাহায্য করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।”