নিজস্ব সংবাদদাতাঃ নতুন বছরের শুরুতে রাজ্যে একলাফে অনেকখানি বেড়েছে করোনা সংক্রমণ। আর তাই এর মধ্যে বন্ধ হোক গঙ্গাসাগর মেলা। এই মর্মেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিকিৎসক অভিনন্দন মণ্ডল। আজ সেই মামলার শুনানিতে আদালত গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল। করোনা আবহে সবদিক বিচার করে আদৌ মেলা আয়োজন সম্ভব কি না, তা স্পষ্ট জানাতে হবে রাজ্য প্রশাসনকে। বৃহস্পতিবার বেলা ২টোয় পর্যালোচনার পর নিজেদের অবস্থান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হাই কোর্ট এও বলে, কোভিডের বাড়বাড়ন্তে কলকাতা তথা রাজ্য পুলিশের অনেকেই আক্রান্ত। প্রতিদিনই চিকিৎসকদের সংক্রমিত হওয়ার সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে কী ভাবছে রাজ্য? তাছাড়া মেলার নিরাপত্তার জন্য যে পুলিশ কর্মীদের নিয়োগ করা হবে, তাঁরা কোভিড আক্রান্ত হলে কী পদক্ষেপ করা হবে? গোটা বিষয় পর্যালোচনা করে বৃহত্তর স্বার্থেই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে রাজ্যকে।