হরি ঘোষ, দুর্গাপুর: জাতীয় সড়ক সম্প্রসারণের মূল লক্ষ্য ছিল দুর্ঘটনা কমানো। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতে গিয়ে দুর্ঘটনা প্রতিনিয়ত বেড়েছে তবু কমেনি। এবার দুই নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনা কমাতে সদর্থক ভূমিকা নিল আসানসোল দুর্গাপুর পুলিশের ট্রাফিক বিভাগের কর্তারা, সাথে এই উদ্যোগে সামিল হলো দুই নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বুধবার দুর্গাপুর দুই নম্বর জাতীয় সড়কের তরফে প্রজেক্ট ডাইরেক্টর মলয় দত্ত ও আসানসোল দুর্গাপুর ট্রাফিক পুলিশের ডিসি হেডকোয়াটার অংশুমান সাহা সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা জাতীয় সড়কের ডিভিসি মোড়, মুচিপাড়ার জাতীয় সড়কের আন্ডারপাস গুলি পরিদর্শন করেন। কোনো আন্ডারপাসে জল জমা ছিল আবার কোনোটা ছিল চলাচলের অযোগ্য, সেইগুলি জরুরি ভিত্তিতে মেরামতির জন্য প্রস্তাব পাশ হয়, দুর্ঘটনা রুখতে খুব তাড়াতাড়ি এই সংস্কারের কাজ শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে। এখন দেখার বিষয় একদিকে ট্রাফিক নিয়ন্ত্রণ আর অন্যদিকে জাতীয় সড়কের আন্ডারপাস সংস্কার করে বিকল্প পথে কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় জাতীয় সড়কের ওপর বাড়তে থাকা দুর্ঘটনা, যে ঘটনাগুলিতে সাধারন মানুষের যেমন মৃত্যু হচ্ছে সাথে দুর্ঘটনাগুলিতে আহতদের সংখ্যাও বাড়ছে।