হরি ঘোষ, দুর্গাপুর: করোনা সংক্রমণ রোধে পদক্ষেপ দুর্গাপুর পুলিশের। কাঁকসা থানার পুলিশের পক্ষ থেকে ক্রেতা-বিক্রেতাদের দেওয়া হয় ধমক। মাস্ক না পরলে গ্রেপ্তারের হুঁশিয়ারি দেওয়া হয়। পড়িয়ে দেওয়া হয় মাস্ক ক্রেতাদের এবং বিক্রেতাদের। রাজ্যজুড়ে করোনার তৃতীয় ঢেউ তারই মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন উপসর্গ ওমিক্রণ। রাজ্য প্রশাসনের তরফ থেকে করোনা রুখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। মাস্ক না পড়ে বাড়ি থেকে বের হলে এবং বাজারে গেলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয় রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। কাঁকসার শিবপুরে বুধবারের সাপ্তাহিক হাটে স্বাস্থ্যবিধি নিয়ম উধাও, কয়েক হাজার মানুষের সমাগম হয় এই সাপ্তাহিক হাটে। কিন্তু অধিকাংশকেই সরকারি নিয়ম বিধি মানতে দেখা যাচ্ছে না। ক্রেতা বিক্রেতাদের হুঁশ ফেরাতে পথে নামল প্রশাসন।