এবার ইডি–সিবিআই দফতরে চালু হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম!

author-image
Harmeet
New Update
এবার ইডি–সিবিআই দফতরে চালু হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম!

নিজস্ব সংবাদদাতাঃ কথায় আছে, ঠেকায় পড়লে বাঘও গাছে ওঠে। এবার রাজ্যে সেই চিত্র দেখা গেল। করোনাভাইরাসের জেরে ওয়ার্ক ফ্রম হোম চালু করল কলকাতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। যদিও ইডি দফতরের কেউ আক্রান্ত হননি বলেই খবর। আগাম সুরক্ষা হিসাবে এই ব্যবস্থা চালু করল ইডি। আবার সিবিআই কলকাতা শাখায় ১৩ জন কোভিড আক্রান্ত হয়েছেন। তাই তাঁরাও ওয়ার্ক ফ্রম হোমের সিদ্ধান্ত নিতে চলেছেন। এদিকে ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন মানুষজন। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসক থেকে রাজনীতিবিদ, পুলিশ কেউ বাদ যাচ্ছেন না। এই পরিস্থিতি দেখেই কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা ওয়ার্ক ফ্রম হোম করার সিদ্ধান্ত নিয়েছে। তদন্ত বাড়ি থেকে কিভাবে হবে?‌ এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। যদিও বিস্তারিত কিছু জানায়নি এই দুই সংস্থা।