নিজস্ব সংবাদদাতাঃ কে যে আসল আর কে নকল অফিসার, গুলিয়ে ফেলছেন মানুষ। সেই কসবার দেবাঞ্জন কাণ্ড থেকে শুরু। তারপর নিয়মিত ভাবে রাজ্যে গ্রেফতার হচ্ছে ভুয়ো সিবিআই, ভুয়ো আইএএস, ভুয়ো বিচারক, ভুয়ো সেনা অফিসার, ভুয়ো ডিআইজি, ভুয়ো আইপিএস । এই তালিকা দীর্ঘ। ফের সেই তালিকায় আবার ধরা পড়ল এক ভুয়ো চিকিৎসক। পুলিশ জানিয়েছে, ধৃত লুইজ ফিলিপ কলকাতার পার্কসার্কাসের বাসিন্দা। অভিযোগ, ডাক্তারি প্যাডে নকল ডিগ্রী ছাপিয়ে গত একমাস ধরে মগরাহাট ও ধামুয়া এলাকার দু’টি মেডিক্যাল হলে সপ্তাহে একদিন করে রোগী দেখেন তিনি। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৪১৭, ৪১৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ধারা সহ আরডব্লু ১৫ ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট ও ২৯ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ। আজ দুপুরে ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পিছনে জড়িতদের খোঁজ চালাচ্ছে পুলিশ।