নিজস্ব সংবাদদাতাঃ শহরের একাধিক হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। তবে কলকাতার নীলরতন সরকার হাসপাতালে এত বেশি চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন যে পরিষেবা কী ভাবে চালি রাখা হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিসংখ্যান বলছে, এনআরএসে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৯৮ জন। এর মধ্যে চিকিৎসক, নার্স, পিজিটি ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যাই প্রায় ১০০।