মহামারীর মাঝেও আশার আলো দেখছেন বিজ্ঞানীরা

author-image
Harmeet
New Update
মহামারীর মাঝেও আশার আলো দেখছেন বিজ্ঞানীরা



নিজস্ব সংবাদদাতাঃ ওমিক্রনকে নিয়ে নতুন গবেষণায় আশার আলো দেখছেন বিজ্ঞানীরা। এই নতুন ভ্যারিয়েন্ট আসায় আক্রান্তের সংখ্যা বেড়ে গেলেও গুরুতর পরিস্থতি তেমন একটা সৃষ্টি হচ্ছে না। এমনকি হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও অনেক কমে গিয়েছে। কিছু বিজ্ঞানীরা মনে করছেন এই নতুন ভ্যারিয়েন্ট অনেক কম আশঙ্কাজনক।

সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজিস্ট মনিকা গান্ধী বলেন, "আমরা এখন সম্পূর্ণ একটি ভিন্ন পর্যায় অবস্থান করছি। এই ভাইরাসটি হয়তো আমাদের সঙ্গেই থেকে যাবে কিন্তু ভ্যারিয়েন্টটি আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে, যাতে এই অতিমারির অবসান হবে।"

এই ওমিক্রন ভ্যারিয়েন্টটি দক্ষিণ আফ্রিকায় মাত্র এক মাস আগে আবিষ্কৃত হয়েছিল। কিন্তু গত সপ্তাহের তথ্য থেকে জানা যায়, ব্যাপক মাত্রার প্রতিরোধ ক্ষমতা ও অসংখ্য মিউটেশনের সংমিশ্রণে এই ভাইরাসটি তৈরি হয়েছে। যা আগের তুলনায় অনেক কম গুরুতর রোগের সৃষ্টি করবে।