চলতি বছরেই বিয়ে করছেন ফারহান-শিবানী?

author-image
Harmeet
New Update
চলতি বছরেই বিয়ে করছেন ফারহান-শিবানী?

নিজস্ব সংবাদদাতাঃ  ২০২২-এ ফের বিসমিল্লার সানাইয়ের সুর উঠবে বলিউডে। বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার। প্রেমিকা শিবানী ডান্ডেকরের সঙ্গে নতুন অধ্যায় শুরু করবেন বলে পরিকল্পনা করে ফেলেছেন জাভেদ-পুত্র। বলিউডের অন্দরের খবর, মার্চ মাসেই বিয়ে সারবেন তাঁরা।মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে হবে রাজকীয় অনুষ্ঠানের আয়োজন। কিন্তু দেশে করোনা আক্রান্তের সংখ্যা ফের লাফিয়ে বাড়ায় খুব কম সংখ্যক অতিথিকে নিয়ে আনন্দে মাতবেন তাঁরা। নিমন্ত্রিতদের তালিকায় থাকবেন শুধুমাত্র আত্মীয়-পরিজন এবং ঘনিষ্ঠ বন্ধুরা। বিশেষ দিনে সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি পোশাকে সেজে উঠবেন বর-কনে।