চলন্ত ভিড় ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর

author-image
Harmeet
New Update
চলন্ত ভিড় ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর

নিজস্ব সংবাদদাতা : যাত্রী উপস্থিতি ৫০ শতাংশ করা হলেও লোকালে বাঁদুড় ঝোলা ভিড়ের ছবিটা পাল্টানোর নয়। রাজ্যে কোভিড বিধি জারি করার পরেও ভিড়ে ঠাসাঠাসি অবস্থা লোকাল ট্রেনগুলিতে। আর এই ভিড়ের জেরেই চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক যাত্রীর। ঘটনাটি ঘটেছে ডানকুনি ও বেলানগর স্টেশনের মাঝে হাজরাপাড়া ক্রসিংয়ে। নিহত পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। তিনি তার স্ত্রী ও আত্মীয়দের সঙ্গে কলকাতায় আসছিলেন। ভিড় সামলাতে না পেরে পড়ে যান চলন্ত ট্রেন থেকে।