ওমিশওরকে ছাড়পত্র দিল আইসিএমআর

author-image
Harmeet
New Update
ওমিশওরকে ছাড়পত্র দিল আইসিএমআর

নিজস্ব সংবাদদাতা : এবার ওমিক্রন শণাক্ত করবে দেশীয় কিট। এই কিটের নাম ওমিশিওর। ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে আইসিএমআর।এটি তৈরি করেছে টাটা মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক্স। এতদিন পর্যন্ত ওমিক্রনকে শনাক্ত করতে মার্কিন সংস্থা থার্মো ফিশারের টেস্ট কিট ব্যবহার করা হচ্ছিল। সাধারণ ভাবে কোভিড ভাইরাসের ক্ষেত্রে যে তিনটি জিন শনাক্ত করা হয়, সেগুলি হল এস-জিন, এন-জিন ও ই-জিন। কিন্তু ওমিক্রন স্ট্রেনের ক্ষেত্রে এস-জিনটিকে চিহ্নিত করতে ব্যর্থ থার্মো ফিশারের টেস্ট কিট। সেই অভাব পূর্ণ করবে নয়া দেশীয় কিট।