নিজস্ব সংবাদদাতা : রাজধানীতে লাগামছাড়া সংক্রমণ মোকাবিলায় এবার সপ্তাহান্তে কার্ফুর সিদ্ধান্ত নেওয়া হল। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়েছেন, "শনিবার ও রবিবারে কার্ফু জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অত্যাবশকীয় সেবায় নিয়োজিত ব্যক্তি ছাড়া সকল সরকারি কর্মীরা ওয়ার্ক ফ্রম হোম করবেন। বেসরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করতে হবে। মেট্রো স্টেশন ও বাস স্টপগুলির ভিড় এড়াতে বাস ও মেট্রো আবার পূর্ণ আসন ক্ষমতায় চলবে। দিল্লিতে দ্রুত গতিতে বাড়ছে ওমিক্রন সংক্রমণ। গত ৮-১০ দিনে আক্রান্ত হয়েছেন প্রায় ১১ হাজার মানুষ। এর মধ্যে ৩৫০ রোগী হাসপাতালে ভর্তি। ১২৪ জনের অক্সিজনের দরকার। ভেন্টিলেশনে রয়েছেন ৭ জন।"