নিজস্ব সংবাদদাতাঃ আবারও রাজনৈতিক জগতে করোনার থাবা। এবার তৃতীয়বার করোনায় আক্রান্ত হলেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। নিজেই টুইট করে সে কথা সকলকে জানিয়েছেন। শুধু তাই নয়, তাঁর গোটা পরিবার করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। তিনি লেখেন, 'এই নিয়ে তৃতীয়বার। ২০২০ সালের নভেম্বর মাসে মাকে হারানোর সময় করোনায় আক্রান্ত হই। সেইসময়ে বাবাকেও কোনওরকমে বাঁচিয়েছিলাম। এরপর ২০২১ সালের এপ্রিল মাসে দ্বিতীয়বার আক্রান্ত হই। আমার অনেক কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন।'