নিজস্ব সংবাদদাতা : ওমিক্রন মোকাবিলায় কড়াকড়ি করা হল পাঞ্জাবে। ১৫ জানুয়ারি পর্যন্ত জারি থাকবে বিধিনিষেধ। সরকারি নির্দেশিকা অনুযায়ী, পাঞ্জাবের পুর এলাকাগুলিতেও জারি হল নাইট কার্ফু। বার, সিনেমা হল, শপিং মল, রেস্টুরেন্ট ও স্পা-গুলি ৫০ শতাংশ কর্মী উপস্থিতিতে চালানোর অনুমতি দেওয়া হয়েছে। তবে, কর্মীদের টিকাকরণ সম্পূর্ণ হতে হবে। বন্ধ থাকবে জিম। সরকারি দফতর ও বেসরকারি অফিসগুলির কর্মীদেরও টিকাকরণ সম্পূর্ণ হতে হবে। মাস্ক পরার ওপর কড়াকড়ি করা হয়েছে। সামাজিক দূরত্বের ক্ষেত্রে কমপক্ষে ৬ ফুট ব্যবধান নির্ধারিত হয়েছে। রাত্রি ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু। তবে সচল থাকবে জরুরী পরিষেবা। সচল থাকবে মেডিক্যাল ও নার্সিং ট্রেনিং স্কুলগুলি। ৫০ শতাংশ যাত্রী নিয়ে এসি বাস চলাচলের অনুমতি রয়েছে। তবে, বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলির দরজা।