ভাগ্য ফেরাতে যে সব গাছ রাখবেন বাড়িতে

author-image
Harmeet
New Update
ভাগ্য ফেরাতে যে সব গাছ রাখবেন বাড়িতে

নিজস্ব সংবাদদাতাঃ গাছ আমাদের মন ভাল করে। গাছের সঙ্গেও মন খুলে কথা বলা যায়, গাছেরও প্রাণ আছে, অনুভূতি আছে- এই সব এতদিন বইয়ের পাতায় পড়ে এলেও মন থেকে তা অনেকে মানতে পারতেন না। কিন্তু গত দু বছরে লকডাউন আমাদের বুঝিয়ে দিয়েছে গাছেরাই আমাদের পরম বন্ধু। ওদের ভালবাসলে কখনও খালি হাতে ফিরতে হয় না।
বাস্তুশাস্ত্রের সেরা রং হলুদ। তাই হলুদ গোলাপ গাছ ঘরে থাকা অত্যন্ত শুভ বলে মানা হয়। সকালে ঘুম থেকে উঠে হলুদ গোলাপের দিকে তাকিয়ে থাকলে চঞ্চল মন শান্ত হয়ে যায়। এছাড়াও হলুদ রং চোখের জন্য খুব ভাল। 

মানি প্ল্যান্টের জন্য বিশেষ কোনও যত্নের প্রয়োজন হয় না। যে ভাবে খুশি রাখলেই হল। মাটিতেও রাখা যায়। আবার জলে বসিয়েও রাখা যেতে পারে। আর মানি প্ল্যান্ট কিন্তু খুব শুভ। সুন্দর ভাবে একে রক্ষা করতে পারলে অনেক শুভ সংবাদ পাওয়া যায়। গৃহস্থের কল্যাণ হয়।

পিস লিলি কিন্তু দেখতে ভীষণ সুন্দর। এর সাদা রং ঘর থেকে নেগেটিভ এনার্জিকে দূর করে ঘরের পরিবেশ শান্ত রাখতে সাহায্য করে।

জেড প্ল্যান্ট দেখতে যেমন সুন্দর তেমনই এই গাছ সদর দরজার ডান দিকে রাখলে কিন্তু ভাল ফল পাওয়া যায়। বাতাস শুদ্ধিকরণের জন্য খুব ভাল এই প্ল্যান্ট। মোটা পাতার জন্য এদের অক্সিজেন উৎপাদনের ক্ষমতা বেশি।