নিজস্ব সংবাদদাতাঃ বিরাটহীন ভারতকে জো’বার্গে জ্বলে উঠতে দিল না প্রোটিয়ারা। পিঠের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি বিরাট কোহলি। তাঁর বদলে ভারতীয় দলের নেতৃত্বে লোকেশ রাহুল। যে মাঠে কখনও টেস্ট হারেনি ভারত, সেই পয়া ওয়ান্ডারার্সে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেএল রাহুল। তবে জো’বার্গে টিম ইন্ডিয়া জ্বলে উঠতে পারল না। ডুয়েন-জেনসেন-রাবাডাদের দাপটে প্রথম ইনিংসে ২০২-এ আটকে গেল ভারত। জো’বার্গে জিতলেই সিরিজ মুঠোয় ভরে ফেলতে পারবে টিম ইন্ডিয়া। কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে ৩১ রানের বিনিময়ে ৪ উইকেট নেওয়া জেনসেন বেশ নজর কেড়েছেন। যেভাবে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভারতকে ২০২ রানে বেঁধে ফেললেন জেনসেন-রাবাডা-অলিভিয়েররা, তাতে দ্বিতীয় টেস্টে হাড্ডাহাড্ডি লড়াই চলবে বলেই মনে করছে ক্রিকেটমহল।