নিজস্ব সংবাদদাতাঃ গোটা দেশজুড়ে বিপুল গতিতে এগোচ্ছে টিকাকরণ প্রক্রিয়া। করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা হলেও নিয়ন্ত্রণে। যদিও তৃতীয় ঢেউ খুব শীঘ্রই আসছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এরই মাঝে এবার মন্তব্য করলেন এইমস প্রধান ডাঃ রণদীপ গুলেরিয়া। তিনি বলেন, 'আমরা এখন করোনার তৃতীয় ঢেউ এবং ডেল্টা প্লাসের মতো নতুন ভেরিয়েন্ট দেখার জন্য প্রস্তুত। এহেন অবস্থায় আমরা কী করতে পারি তা দেখা গুরুত্বপূর্ণ। আমাদের সামনের দিকে তাকাতে হবে এবং দেখতে হবে কীভাবে আমরা আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে পারি।'