করোনা আক্রান্ত গোয়াগামী ক্রুজ জাহাজের ৬৬ যাত্রী

author-image
Harmeet
New Update
করোনা আক্রান্ত গোয়াগামী ক্রুজ জাহাজের ৬৬ যাত্রী

নিজস্ব সংবাদদাতাঃ ওমিক্রনের হাত ধরে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এবার মুম্বই-গোয়ার একটি ক্রুজের ৬৬ জন যাত্রী কোভিড পজিটিভ বলে জানা গেল। জানা গিয়েছে, মুম্বই-গোয়ার ওই ক্রুজের এক ক্রু মেম্বারের করোনা পরীক্ষা হলে পজিটিভ রিপোর্ট আসে। এরপরই ক্রুজের ২০০০ জন যাত্রীর আরটি পিসিআর টেস্ট করা হয়। এরপরই দেখা যায় এঁদের মধ্যে ৬৬ জন কোভিড পজিটিভ। এই বিষয়ে গোয়ার স্বাস্থ্য মন্ত্রী জানান, মুম্বই পোর্ট ট্রাস্ট ৬৬ জন যাত্রীর কোভিড পজিটিভ হওয়ার কথা জানিয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে যাত্রীদের নামতে দেওয়া হবে কি না। আপাতত যতদিন না করোনা পরীক্ষার ফলাফল আসছে, ততদিন জাহাজেই থাকতে হবে ওই যাত্রীদের।এখন তাঁরা সমুদ্র উপকূলেই আটকে রয়েছেন। বর্তমানে জাহাজটি মুরমুগাওঁ ক্রুজ টার্মিনালে দাঁড়িয়ে রয়েছে। ওই যাত্রীরা তাদের করোনা পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন।