ট্রেনের সময় নিয়ে চরম বিভ্রান্তি

author-image
Harmeet
New Update
ট্রেনের সময় নিয়ে চরম বিভ্রান্তি


নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম হল লোকাল ট্রেন। হাওড়া কিংবা শিয়ালদহ শাখায় লক্ষ লক্ষ মানুষ নিত্যদিন যাতায়াত করেন এই লোকাল ট্রেনে। আর রাজ্য সরকারের বিধি-নিষেধ জারি হওয়ার পর সেই লোকাল ট্রেনের সময় নিয়েই বিভ্রান্তি চরমে পৌঁছেছে। দুই শাখায় লোকাল ট্রেনের দু রকম সময় বেঁধে দেওয়া হয়েছে। পূর্ব রেল বলছে ৭ টায় ছাড়বে শেষ ট্রেন। আর দক্ষিণ-পূর্ব রেল বলছে, ৭ টার পর আর কোনও ট্রেন চলবে না।