নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম হল লোকাল ট্রেন। হাওড়া কিংবা শিয়ালদহ শাখায় লক্ষ লক্ষ মানুষ নিত্যদিন যাতায়াত করেন এই লোকাল ট্রেনে। আর রাজ্য সরকারের বিধি-নিষেধ জারি হওয়ার পর সেই লোকাল ট্রেনের সময় নিয়েই বিভ্রান্তি চরমে পৌঁছেছে। দুই শাখায় লোকাল ট্রেনের দু রকম সময় বেঁধে দেওয়া হয়েছে। পূর্ব রেল বলছে ৭ টায় ছাড়বে শেষ ট্রেন। আর দক্ষিণ-পূর্ব রেল বলছে, ৭ টার পর আর কোনও ট্রেন চলবে না।