নিজস্ব সংবাদদাতাঃ মহিলাদের বিয়ের আইনি বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করার বিল খতিয়ে দেখার কমিটি নিয়ে এবারে উদ্বেগ প্রকাশ করলেন মহারাষ্ট্রের শিবসেনা সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী। দেশের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুকে লেখা একটি চিঠিতে চতুর্বেদী জানিয়েছেন, ৩১ জন সাংসদ নিয়ে গঠিত কমিটিতে মহিলাদের জন্য বিশাল তাৎপর্যপূর্ণ একটি বিল নিয়ে আলোচনা করা হচ্ছে। অথচ এই কমিটিতে মাত্র একজন মহিলা সদস্য আছেন। এই কমিটির একমাত্র মহিলা সদস্য পশ্চিমবঙ্গের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।