নিউজ ডেস্ক, পূর্ব মেদিনীপুর : কাঁথির রসুলপুরে রাস্তা পথ অবরোধ করলেন এলাকার মহিলারা। অভিযোগ, সরকারের মদের ঢালাও লাইসেন্সের ফলে বেড়েছে দোকান ও বাড়ছে মদ্যপদের উপদ্রপ। মহিলা, পুরুষ নির্বিশেষে হেনস্থার ও আক্রান্তের শিকার হচ্ছে। বাড়ি ভাঙচুর সহ নানা অভিযোগ গ্রামবাসীদের।
এলাকায় বেলাগামভাবে মদের দোকানের জেরে ওই এলাকায় মাতালের সংখ্যা বাড়ছে বলেও অভিযোগ বাসিন্দাদের। এই সমস্ত কারণেই রাজ্য সড়ক অবরোধ করল গ্রামবাসীরা।
আরও জানা যাচ্ছে, বার বার জানিয়েও কোনই পদক্ষেপ নেয়নি কাঁথি থানার পুলিশ। মহিলাদের দাবি, যতক্ষন না পুলিশ আসছে ততক্ষণ এই অবরোধ চলবে। এই অবরোধ চলে প্রায় দু ঘন্টা।