নিজস্ব সংবাদদাতাঃ এবার এনআরএসে করোনা আক্রান্ত ৭০ জন চিকিৎসক- নার্স। হাসপাতাল জুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্কের পরিবেশ। ডেল্টা আর ওমিক্রনের জোড়া ফলায় সংক্রমণ তরতর করে বাড়ছে, তা গবেষকরা খতিয়ে দেখছেন। তবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যে ভাবে আক্রান্ত হচ্ছেন, তাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কাই সত্যি হতে চলেছে। এভাবে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা বাড়তে থাকলে হাসপাতালগুলিতে পরিষেবা দেওয়াই কঠিন হয়ে উঠবে। তাই আমেরিকার পথে হেঁটে আইসোলেশনের মেয়াদ ভারতেও কমানো হতে পারে।