ভারতের সঙ্গে ট্রানজিট চালু নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

author-image
Harmeet
New Update
ভারতের সঙ্গে ট্রানজিট চালু নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

 হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশের সাথে ভারতের ট্রানজিট চালু করতে আরো কয়েক দফা ট্রায়ালের প্রয়োজন রয়েছে। বাংলাদেশ-ভারতের সাথে ট্রানজিট চালু করতে একটা ট্রায়াল করা হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দুয়েকটা ট্রায়ালের পর সফল হলে পুরোপুরি চালু হবে ট্রানজিট।
বাংলাদেশ সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল দ্রুত বাস্তবায়নে চট্টগ্রাম জেলা প্রশাসন কাজ করছে। বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে চূড়ান্ত করেছে পরামর্শক প্রতিষ্ঠানকে। পরামর্শক প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে পারলে কার্যক্রম শুরু হয়ে যাবে। কাজের একটি অংশ বাস্তবায়ন করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাকি অংশ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে বাস্তবায়ন হবে। বে-টার্মিনালে বিনিয়োগের জন্য জাতীয়-আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান যোগাযোগ করেছে। সিঙ্গাপুর, ফ্রান্স, তুরস্ক ও ডেনমার্ক যোগাযোগ করছে। বন্দরের জন্য এবং বাংলাদেশের জন্য যারা ভালো হবে তাদের কাজ দেওয়া হবে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের কার্যক্রম চলমান। রবিবার বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের বহরে যুক্ত টাগবোট কাণ্ডারি-৬ ও বিভিন্ন প্রকল্প উদ্বোধন করে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এইসব তথ্য বলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম. শাহজাহান, সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, সচিব মো. ওমর ফারুকসহ নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।