রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট চিকিৎসক কুণাল সরকার

author-image
Harmeet
New Update
রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট চিকিৎসক কুণাল সরকার

নিজস্ব সংবাদদাতাঃ যে হারে রাজ্যে করোনা বাড়ছে তাতে সোমবার থেকে বহাল হতে চলা বিধিনিষেধ কতটা বিপদ আটকাতে পারবে তা নিয়ে প্রশ্ন তুলছে খোদ চিকিৎসক মহল। চিকিৎসক কুণাল সরকার রবিবার স্পষ্ট বলেন, ‘এই গোটা ঘোষণাটিই অন্তঃসারশূন্য।’ কেন এতদিন রাশ আলগা করল সরকার, প্রশ্ন তুলেছেন তিনি। এদিন কুণাল সরকার বলেন, “এইরকম সিদ্ধান্ত আসলে প্রশাসনিক মুদ্রাদোষ। গত দিন দশেক ধরে অ্যানাস্থেসিয়ার মধ্যে ছিল সরকার। এখন এই ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চলা এসব আলঙ্কারিক কথা। ৫০ শতাংশ নিয়ে চললে বুঝি তার জনস্বাস্থ্যের উপর কোনও প্রভাব নেই? আজ কলকাতায় অন্যান্য মেট্রোপলিটন শহরের তুলনায় ৫ গুণ বেশি পজিটিভিটি রেট। এটা রাতারাতি হয়নি। গত দু’সপ্তাহের ফল।” কুণাল সরকারের বক্তব্য, “আমি অবাক হলাম আজকের কথায়। মুখ্যসচিবের বক্তব্যে তো শুনলাম না কী করে আমি তিন গুণ আরটিপিসিআর বাড়াব? আমি শুনলাম না কী করে আমি পাঁচ-সাত গুণ জিনোমিক সিকোয়েন্সিং বাড়াব, কীভাবে জিনোমিক ডাটা তুলে ধরব। আমি শুনলাম না কী করে স্কুল কলেজ বন্ধ করে আমি ছোটদের টিকাকরণ চালাব। অথচ এগুলোর উপরই অতিমারির সময় একজনের স্বাস্থ্যের অবস্থা নির্ভর করবে। আমাদের এই আলঙ্কারিক ৪৯ শতাংশ, ৫০ শতাংশ শুনে কী হবে। বারংবার লোকাল ট্রেনের কানমলা আসলে সরকারের মুদ্রাদোষ হয়ে দাঁড়িয়েছে। বরং এই গোটা ঘোষণাটিই অন্তঃসারশূন্য। তবু ভাল সরকারের নজরে পড়েছে অতিমারি অবস্থা চলছে।”