নিজস্ব সংবাদদাতাঃ গাড়িতে চালানো যাবে না গান। মহিলারা একা একা দূরে বেড়াতে যেতে পারবেন না। সম্প্রতি আফগানিস্তানে একের পর এক ফতোয়া জারি করে রেখেছে তালিবান। ফের তালিবানরাজের আরেক বিচিত্র ছবি সামনে এল। এবার তাদের নজর পড়েছে দোকানে রাখা ম্যানিকুইনদের দিকে। নিষ্প্রাণ ওই পুতুলদের মুণ্ডচ্ছেদ করার হুমকি দিয়েছে তারা। তালিবানের দাবি, এই ধরনের ম্যানিকুইন, যা আসলে পুতুল, তাদের রাখাও নাকি শরিয়ত আইনের বিরোধী! তাদের এহেন আচরণ থেকে পরিষ্কার, গত আগস্টে কাবুল দখল করার পর যতই তারা অতীত ভুলে অপেক্ষাকৃত নরম ‘তালিবান ২.০’-এর মিথ্যে প্রতিশ্রুতি শোনাক, তালিবান আছে তালিবানেই। ইতিমধ্যেই হেরাত প্রদেশের দোকানিদের নির্দেশ দিয়েছে তালিবান কর্মকর্তারা। জানিয়ে দিয়েছে, দোকান থেকে ম্যানিকুইন সরিয়ে না রাখা হলে তাদের মাথা কেটে ফেলা হবে। স্বাভাবিক ভাবেই এমন নির্দেশে অস্বস্তিতে দোকানদাররা। তাঁরা জানিয়েছেন, এই ধরনের ম্যানিকুইনের দাম ৭ থেকে ১৪ হাজার টাকার মধ্যে। ফলে সেগুলি সরিয়ে রাখলে অর্থনৈতিক পরিস্থিতিতে আরও বড় ক্ষতির মুখে পড়বেন তাঁরা। সেই কারণেই তালিবান খানিক ‘দয়াপরবশ’ হয়ে জানিয়েছে, মুণ্ডহীন ম্যানিকুইনগুলি দোকানে রাখা যাবে। কিন্তু তাতেও খুশি নন ব্যবসায়ীরা। তাঁদের মতে, এতেও ব্যবসায় ক্ষতি হবে। কিন্তু সেই আকুতিতে গলেনি জেহাদিরা। জানিয়ে দিয়েছে, এর থেকে বেশি কোনও ছাড় দেওয়া হবে না।