কোভিড বিধি উড়িয়ে তৃণমূলের জনসভা ঘিরে বিতর্ক

author-image
Harmeet
New Update
কোভিড বিধি উড়িয়ে তৃণমূলের জনসভা ঘিরে বিতর্ক



দিগবিজয় মাহালি,মেদিনীপুরঃ রাজ্যে বাড়তে থাকা করোনা সংক্রমণের জের। দু’টি সরকারি কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ‘ছাত্র সপ্তাহ’-এর পাশাপাশি ‘দুয়ারে সরকার’ কর্মসূচিও স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী সূচি পরে ঘোষণা করা হবে বলে সরকারি সূত্রে খবর। গত তিনদিন আগে এক প্রশাসনিক বৈঠকে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার উল্টো চিত্র ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে। যেখানে দেখা যাচ্ছে রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়ার উপস্থিতিতে, সরকারি পরামর্শ না মেনে, কোভিড বিধি উড়িয়ে হাজার হাজার তৃণমূল কর্মীদের নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধি এবং যোনিতে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও বঞ্চনার প্রতিবাদে বিশাল জনসভা। সবং ব্লকের প্রতিটি অঞ্চলের বুথ স্তরের তৃণমূল কর্মী সমর্থকরা এই সভায় উপস্থিত হয়েছেন। অধিকাংশের মুখেই নেই মাস্ক, নেই দুরত্ব বজায়।



তারইমধ্যে সবংয়ের জনসভা থেকে হাতজোড় করে ক্ষমা চাইলেন মন্ত্রী মানস ভূঁইয়া। তিনি বলেন, "কোভিড পরিস্থিতি নিয়ে গতকাল গভীর রাতে সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এই জনসভায় উপস্থিত সবাইকে আমরা মাস্ক দিয়েছি। আমরা যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে সভাটা করার চেষ্টা করছি। আগামীকাল থেকে কোনও বড় সভা করবো না। ঘরোয়া পরিবেশে আমরা বৈঠক করব"। তিনি আরও জানান, "আজকের এই সভাটির জন্য আমি সবং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যক্তিগত ভাবে আমার সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন, এবং ব্লক প্রশাসনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি"।