গ্রামে ওয়াইফাই হটস্পট বিএসএনএলের!

author-image
Harmeet
New Update
গ্রামে ওয়াইফাই হটস্পট বিএসএনএলের!


নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি ইন্টারনেট পরিষেবার চাহিদা সারা দেশেই বিপুল ভাবে বেড়েছে। আবার বহু গ্রামীণ এলাকায় চাহিদা থাকলেও সেই পরিকাঠামো এখনও কার্যত নেই। সেই খামতি দূর করতে শহরাঞ্চলের মতো গ্রামীণ ও প্রত্যন্ত এলাকাতেও আমজনতার জন্য ওয়াইফাই হটস্পট গড়তে বিশেষ প্রকল্প চালু করেছে কেন্দ্র। প্রকল্পটির আওতায় অন্যান্য সার্কলের মতো এ রাজ্যে বিএসএনএলের ওয়েস্ট বেঙ্গল সার্কলও কিছু গ্রামে এই পরিষেবা চালু করবে বলে জানা যাচ্ছে।