নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি ইন্টারনেট পরিষেবার চাহিদা সারা দেশেই বিপুল ভাবে বেড়েছে। আবার বহু গ্রামীণ এলাকায় চাহিদা থাকলেও সেই পরিকাঠামো এখনও কার্যত নেই। সেই খামতি দূর করতে শহরাঞ্চলের মতো গ্রামীণ ও প্রত্যন্ত এলাকাতেও আমজনতার জন্য ওয়াইফাই হটস্পট গড়তে বিশেষ প্রকল্প চালু করেছে কেন্দ্র। প্রকল্পটির আওতায় অন্যান্য সার্কলের মতো এ রাজ্যে বিএসএনএলের ওয়েস্ট বেঙ্গল সার্কলও কিছু গ্রামে এই পরিষেবা চালু করবে বলে জানা যাচ্ছে।