মেজর ধ্যানচাঁদ বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
মেজর ধ্যানচাঁদ বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ শিয়রে ভোট। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। এদিকে উত্তরপ্রদেশে হাইভোল্টেজ প্রচারের দায়িত্ব যেন একাই নিজের কাঁধে নিয়ে নিয়েছেন নরেন্দ্র মোদী। সাম্প্রতিককালে বারবার উত্তরপ্রদেশে ছুটে যাচ্ছেন তিনি। উত্তরপ্রদেশের মানুষের মন পেতে একের পর এক প্রকল্পের হয় উদ্বোধন করছেন নয়তো শিলান্যাস করছেন। তেমনই আবারও উত্তরপ্রদেশ যাচ্ছেন মোদী। জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে রবিবার দেশের প্রধানমন্ত্রী মোদী উত্তরপ্রদেশের মিরাটে মেজর ধ্যানচাঁদ ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক সরকারি বিবৃতি অনুযায়ী, প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে মিরাটের সারধানা শহরের সালওয়া ও কাইলি গ্রামে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হবে।