নিজস্ব সংবাদদাতা : বিদেশি অনুদান পাওয়ার লাইসেন্স হারাল ১২০০ সংস্থা। এর আগে মিশনারিজ অফ চ্যারিটির লাইসেন্স বাতিল নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। এবার একসঙ্গে ১২০০ সংস্থা তাদের বিদেশি অনুদান পাওয়ার লাইসেন্স হারাল। এই তালিকায় রয়েছে অক্সফ্যাম ইন্ডিয়া ট্রাস্ট, জামিয়া মিলিয়া ইসলামিয়া, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এবং লেপ্রসি মিশনের মতো সংস্থা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এ বিষয়ে জানানো হয়েছে, "এর মধ্যে প্রায় ৬০০ সংস্থার বিদেশি অনুদান গ্রহণের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। শুক্রবারের মধ্যে তা রিনিউর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তা করা হয়নি।" শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, "আপাতত দেশে ১৬ হাজার ৮২৯টি সংস্থার এফসিআরএ লাইসেন্স রয়েছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে, ২০২২-এর ৩১ ডিসেম্বর লাইসেন্সের পুনর্নবীকরণ করিয়ে নিয়েছে তারা।"