নিজস্ব প্রতিনিধি, তমলুকঃ পূর্ব মেদিনীপুরের ঐতিহাসিক তমলুকের ৫১ পীঠের এক পিঠ দেবী বর্গভীমা মন্দির। বছরের শুরুতেই মন্দিরে পুজো দেওয়ার জন্য ছিল লম্বা লাইন। শুধু জেলা নয় জেলার বাইরে দূর দূরান্ত থেকে মানুষ পুজো দিতে আসেন এই মন্দিরে। বছরের শুরুতে সবকিছু যেন শুভ হয় সেই কারণে অনেকে ব্যবসার খাতা পুজো করতে আসেন এদিন। মন্দিরে আসা ভক্তদের প্রত্যেককে মাস্ক পরে তবেই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়। এই পয়লা জানুয়ারির ভিড়ে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য মন্দির চত্বরে ছিল সিভিক ভলেন্টিয়ার।