নিউজ ডেস্ক, পূর্ব মেদিনীপুরঃ করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ আসার আগে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথ অভিযান চালালো পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন বাজার এলাকায়। প্রয়োজনে আগামীকাল থেকে গ্রেফতার করতে পারে জেলা প্রশাসন বলেও জানানো হয়েছে। করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও জেলা প্রশাসনের তরফ থেকে বাড়তি সর্তকতা জারি করল পুলিশ। তমলুকের বড় বাজারে অভিযান চালায় জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন। অভিযানে ছিলেন অতিরিক্ত জেলা শাসক সুদীপ্ত পোড়েল, মহকুমা শাসক প্রণব কুমার সাঙ্গুই, তমলুক মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস, তমলুক থানার আইসি সহ পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ার। বাজারে ক্রেতা বিক্রেতা উভয়কে মুখে মাস্ক পরার পরামর্শ দেয় পুলিশ প্রশাসন। আধিকারিকরা মাইকিং করে সতর্ক করেন। তমলুক বড়বাজারের পরে শহীদ মাতঙ্গিনী ব্লক এর নোনাকুড়ি বাজারে অভিযান চালায় জেলা প্রশাসন। সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বাজারে গিয়ে জেলা প্রশাসন অন্য চিত্র দেখতে পায়। ১১টার পরেও বাজার খোলা রয়েছে, মুখে নেই কোনও মাস্ক। জেলা প্রশাসন আগামীকাল থেকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন। অযথা বাড়ির বাইরে বেরোলে তাদের বোঝানোর চেষ্টা করছেন জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন।