নিজস্ব প্রতিনিধি, দীঘাঃ বাঙালির বর্ষবিদায় ও বরণের আনন্দে মাতোয়ারা সমুদ্র সৈকতের পর্যটন কেন্দ্রগুলো। শনিবার সকাল থেকেই নিউ দীঘা, দীঘা, শংকরপুর, তাজপুর, মন্দারমণি, সর্বত্রই উৎসবের ছবি। ওমিক্রন আতঙ্কের মধ্যেই দীঘায় বর্ষবরণে পর্যটকদের ভিড়। করোনা বিধি মানাতে কড়া প্রশাসনও। তাছাড়া দীঘায় বেড়াতে আসা পর্যটকদের কোভিড বিধি কঠোর ভাবে মানতে জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে প্রতিনিয়ত। মাস্ক না পরে দীঘায় ঘোরাফেরা করলেই ব্যবস্থা গ্রহন করছে পুলিশ।দীঘা হোটেল মালিক অ্যাসোসিয়েশনের থেকে জানা গেছে অধিকাংশ হোটেলের রুম সম্পূর্ণ বুকিং হয়ে গেছে। এরই মাঝে যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সে জন্য সমস্ত সর্তকতা নেওয়া হয়েছে হোটেলগুলোর তরফ থেকে। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করার পাশাপাশি সকলের কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। এসবের মাঝেও সৈকত শহর থেকে নতুন বছরের আগমনী বার্তায় ওল্ড দীঘা সৈকতাবাস লাগোয়া বিশ্ববাংলা উদ্যান, ব্লু ভিউ ঘাট সংলগ্ন দ্বিতীয় বিশ্ব বাংলা উদ্যান সহ সমস্ত জায়গা রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে দীঘায় শুধু নয় মন্দারমনি তাজপুর সহ পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত পর্যটন কেন্দ্রে পর্যটকরা যাতে করোনা সংক্রান্ত বিধি নিষেধ মেনে চলেন তার জন্য মাইকে প্রচার চালানো হচ্ছে।