নিজস্ব সংবাদদাতাঃ “একটু কড়াকড়ি হওয়া দরকার। যাতে হাতের বাইরে না বেরিয়ে যায় পরিস্থিতি।” কোভিড পরিস্থিতি নিয়ে বললেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বছরের প্রথম দিনও নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সবচেয়ে বড় চিন্তা হচ্ছে করোনার নয়া রূপ ওমিক্রন নিয়ে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি নববর্ষে এই ভয় থেকে যেন মুক্ত হতে পারি। মহামারি থেকে যেন পৃথিবী মুক্ত হয়।” বর্ষশেষের রাত নিয়ে তিনি বলেন, “কালকে যেভাবে রাস্তাঘাটে লোক বেরিয়েছেন, গোটা রাত আনন্দ করেছেন, কোনও রেস্ট্রিকশন নেই, মাস্ক পরেননি, তাতে তো আরও বেশি ভয় বেড়ে গিয়েছে। আমার মনে হয় একটু কড়াকড়ি হওয়া দরকার। যাতে বেশি ছড়িয়ে না পড়ে। হাতের বাইরে বেরিয়ে না যায় পরিস্থিতি। আর সাধারণ ভাবে আমাদের নাগরিককে সতর্ক হতে হবে।”