নিজস্ব সংবাদদাতা : দিল্লির বায়ু দূষণ সব মহলেই চর্চিত বিষয় হয়ে দাড়িয়েছে। তবে বায়ু দূষণে পিছিয়ে নেই তিলোত্তমা এই মহানগরীও। কলকাতার বাতাসে যে বিষ রয়েছে তা আগেই জানা গেল। এবার কলকাতা ও হাওড়ার বাতাসের মান 'খুব খারাপ'। দূষণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, ডিসেম্বরের ৩০ তারিখ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাগুলিতে বায়ু মানের সূচক ছিল ৩৩৬ পিপিএম। হাওড়ার ঘুসুড়িতে ছিল ৩৫০ পিপিএম। বায়ু মানের সূচকের শূন্য থেকে ৫০-র মধ্যে থাকলে ধরা হয় ভালো। ৫১ থেকে ১০০- মধ্যে সন্তোষজনক, ১০১ থেকে ২০০-র মধ্যে সহনীয় , ২০১ থেকে ৩০০-র মধ্যে খারাপ, ৩০১ থেকে ৪০০-র মধ্যে খুব খারাপ, ৪০১ থেকে ৫০০-র মধ্যে গুরুতর।