বছরের প্রথম দিনেই কৃষকের অ্যাকাউন্টে জমা পড়বে টাকা

author-image
Harmeet
New Update
বছরের প্রথম দিনেই কৃষকের অ্যাকাউন্টে জমা পড়বে টাকা

নিজস্ব সংবাদদাতাঃ কৃষকদের সাহায্যের কথা ভেবেই কিষাণ নিধি চালু করার পরিকল্পনা নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ২০২২-এর প্রথম দিনেই সেই টাকা দেওয়া হবে কৃষকদের অ্যাকাউন্টে। ১ জানুয়ারি সেই টাকা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০ কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে সেই টাকা। পিএম কিষাণ সম্মান নিধির দশম কিস্তির টাকা দেবেন প্রধানমন্ত্রী। মোট ২০ হাজার কোটি টাকার বেশি জমা পড়বে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রীর এই যোজনার সুবিধা পেতে কৃষকের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সেই কৃষকের কমপক্ষে ২ হেক্টর চাষের জমি থাকতে হবে। কোনও কৃষকের যদি সেই পরিমাণ জমি না থাকে, তাহলে এই যোজনার সুবিধা নিতে পারবেন না তিনি।