নিজস্ব সংবাদদাতাঃ নতুন বছরের সকাল অন্যান্য দিনের মত হলেও এই দিনটি বিশেষ। প্রতি বছরের মতো এবারও নতুন বছর নিয়ে মানুষের অনেক আশা। গত দু’বছর ধরে আমরা যে পরিস্থিতির মধ্যে রয়েছি, তাতে নতুন বছর সবার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক, এটাই কাম্য। আপনি যদি চান ২০২২ সাল ভাল কাটুক, তাহলে এর জন্য শনিদেবের কৃপা প্রয়োজন। ভগবান শনির কৃপায় ব্যক্তি উন্নতি, অর্থ, স্বাস্থ্য এবং সম্মান পায়। আশ্চর্যের বিষয় হল শনিবার থেকেই নতুন বছর শুরু হচ্ছে, যা শনিদেবকে উৎসর্গ করা হয়েছে। ১ জানুয়ারি, ২০২২, শনিবার পৌষ মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী এবং চতুর্দশী তিথি। সেই সঙ্গে মাসিক শিবরাত্রিও এই দিনে পড়ছে। তাই শনির সাথে শিবের আশীর্বাদ পাওয়ার দিক থেকে এই দিনটি বিশেষ। অমৃত ও সিদ্ধি যোগও হবে ১ জানুয়ারি। আজ সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরে পুজার ঘরে ভগবানের সামনে প্রদীপ জ্বালান। তারপর প্রথমে ভক্তি সহকারে গণেশের পূজা করুন। এরপরে শিবের কাছে প্রার্থনা করার সময় ‘ওম নমঃ শিবায়’ ১০৮ বার জপ করুন। এই দিন মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল নিবেদন করুন। আপনি যদি মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল নিবেদন করেন, তাহলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রায় ১১ বার জপ করুন।