নিজস্ব সংবাদদাতাঃ নতুন বছর পালন করার এ যেন এক অদ্ভুত প্রথা। ইক্যুয়েডরের মানুষ কুশপুতুল পুড়িয়ে নতুন বছর পালন করেন। তারা সে দেশের রাজনেতা, পপ তারকা এবং অন্যান্য সেলিব্রেটিদের কুশপুতুল পুড়িয়ে নতুন বছরকে স্বাগত জানান। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। নতুন বছরের আগের দিন অর্থাৎ নিউ ইয়ার ইভের দিন অ্যানো ভেইজো অর্থাৎ পুরোনো বছরের কুশ পুতুল পোড়ান হয়। এর মানে হলো পুরোনো বছরের যা কিছু অশুভ তা নতুন বছরের জন্য নষ্ট করে দেওয়া। এই পুরোনো বছরের কুশপুতুল তৈরি হয় পুরোনো জামাকাপড়, খবরের কাগজ বা কাঠের গুঁড়ো দিয়ে, এবং সবশেষে একটি মাস্ক পড়িয়ে দেওয়া হয় পুতুলের মুখে।