নিজস্ব সংবাদদাতাঃ প্রবল তুষারপাতের জেরে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে সান্দাকফু পর্যটন কেন্দ্র। আগামী ১০ দিন সান্দাকফু যাওয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
তবে বেশ কিছু পর্যটকরা এই চরম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আটকে পড়েছে। গত কয়েকদিন ধরেই সান্দাকফু, টাইগার হিল, কালিপকরি এবং তুমলিং-সহ একাধিক জায়গায় পর্যটকদের আটকে পড়ার ঘটনা সামনে এসেছে।
তবে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিও যেন এক আলাদা সৌন্দর্যকে ব্যক্ত করছে। বিশেষ করে ট্রেকিং করতে আসা পর্যটকদের কাছে এই দৃশ্য স্বর্গসুখ-এর থেকে কিছু কম নয়। ট্রেকিং করতে আসা পর্যটকদের মধ্যে বেশ কিছু বাঙালিদেরও লক্ষ্য করা গিয়েছে।
এদিন এই খারাপ পরিস্থিতির জন্য অনেকেই তাঁদের ট্রেকিং বাদ দিয়ে নীচে মেনে গিয়েছে। তবে কেউ কেউ আবার নিজের দায়িত্বে এই আবহাওয়াতেও ট্রেকিং করেছেন।