নিজস্ব সংবাদদাতাঃ প্রবল তুষারপাতের জেরে আপাতত বন্ধ করে দেওয়া হল সান্দাকফু পর্যটন কেন্দ্র। রাস্তা বরফে ঢেকে যাওয়ার কারণে আগামী ১০ দিন সান্দাকফু যাওয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। গত কয়েকদিন ধরেই সান্দাকফু, টাইগার হিল এবং তুমলিং-সহ একাধিক জায়গায় পর্যটকদের আটকে পড়ার ঘটনা সামনে এসেছে। সেই কারণে পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সান্দাকাফু যাওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।