নিজস্ব সংবাদদাতাঃ বছরের শেষ দিনে স্বেচ্ছাসেবী সংস্থাগুলির জন্য সুখবর। এফসিআরএ রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার অর্থাৎ আজ সেই মেয়াদ বাড়ানোর নির্দেশিকা জারি করা হয়েছে। যে সব সংস্থার রেজিস্ট্রেশনের মেয়াদ ফুরিয়ে গিয়েছে, সেগুলির মেয়াদ বাড়িয়ে ২০২২-এর মার্চ অবধি করা হয়েছে। কয়েকদিন আগেই দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা তথা মাদার টেরিজার তৈরি সংস্থা মিশনারিজ অব চ্যারিটির এফসিআরএ রেজিস্ট্রেশনের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় জটিলতা তৈরি হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কেরও সূত্রপাতও হয়। তবে, শুক্রবারের এই নির্দেশিকায় ওই সংস্থারও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।