নিজস্ব সংবাদদাতা : রাত পেরলোই নতুন বছর। বছরের শেষ দিনে কড়া নজরদারির ঘেরাটোপে রয়েছে শহর কলকাতা। জেলাগুলির পর্যটনকেন্দ্রগুলিতেও চলছে পুলিশি নজরদারি, সঙ্গে মহামারী সচেতনতা। রাতের কলকাতার দায়িত্বে ৩০০০ পুলিশকর্মী। বড়দিনে যে জনজোয়ার বয়ে গিয়েছিল পার্ক স্ট্রিটে তাতে ফুটে উঠেছিল অসচেতনতার ছবি। ফলে সংক্রমণ বাড়তেই নেওয়া হল নতুন সিদ্ধান্ত। পার্ক স্ট্রিটের রাস্তায় হাঁটা যাবে না বছরের শেষ রাতে। যেতে হলে গাড়ি নিয়ে যেতে হবে। পার্ক স্ট্রিট মোড়ে খোলা হয়েছে পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুম। কলকাতার বিভিন্ন জায়গায় সচেতনতামূলক প্রচার পুলিশের। নিরাপত্তায় একাধিক ডেপুটি কমিশনার র্যাঙ্কের অফিসার রয়েছেন। নিরাপত্তায় থাকবেন যুগ্ম কমিশনার র্যাঙ্কের অফিসাররাও।