নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২ হাজারের বেশি মানুষ। এর মধ্যে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত প্রায় ৫০ শতাংশ। মহানগরের দৈনিক আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবারেই হাজার পার করেছে। এই অবস্থায় আর ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। দ্রুত শুরু হচ্ছে মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরির কাজ। এবার থেকে যে সব অঞ্চলে অন্তত ৫ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে, সেই জায়গাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হবে। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার বৈঠক বসে কলকাতা পুরনিগমে। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।