কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহর : বিনীত গোয়েল

author-image
Harmeet
New Update
কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহর : বিনীত গোয়েল

নিজস্ব সংবাদদাতা : বছরের শেষ দিনই কলকাতা পুলিশের কমিশনারের দায়িত্ব পালনেরও শেষ দিন সৌমেন মিত্রের। তাঁর জায়গায় এলেন বিনীত গোয়েল। নাম ঘোষণা আগেই হয়েগিয়েছিল। তবে, আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি। ১৯৯৪ ব্যাচের আইপিএস অফিসার হলেন বিনীত গোয়েল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বও সামলেছেন আগে। এ ছাড়াও রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং দুর্নীতি দমন শাখার দায়িত্বও সামলেছেন বিনীত। শুক্রবার দুপুরেই লালবাজারে পৌঁছে যান বিনীত। তার পর দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিক বৈঠক করেন বিনীত। সেখানে কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন, “করোনার জন্য গত দু’বছরে ভোগান্তি হয়েছে। মাঝে একটু শুধরেছিল পরিবেশ। ফের সংক্রমণ যে ভাবে বাড়ছে, তাতে উদ্বেগ বাড়ছে। পুলিশের একার পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মানুষের সহযোগিতা প্রয়োজন মাস্ক পরে তবেই বাইরে বেরোন। স্যানিটাইজার ব্যবহার করুন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহর। এখানে মানুষ পুলিশকে ভালবাসেন। তার মধ্যেও সাইবার ক্রাইমের ঘটনা বেড়ে চলেছে। প্রযুক্তির ব্যবহার করে তার মোকাবিলা করাই লক্ষ্য হবে তাঁর।