নিজস্ব সংবাদদাতাঃ কোভিডের তৃতীয় ঢেউ যে কোনও সময় আছড়ে পড়তে পারে। চিকিৎসকদের একাংশ বলছেন, এখন শুধু সময়ের অপেক্ষা। তাই হাসপাতাল পরিকাঠামোয় বিশেষ নজর দেওয়া শুরু। শুক্রবার স্বাস্থ্য ভবনের তরফে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম গুলির সঙ্গে বৈঠক করা হয়। ভার্চুয়াল এই বৈঠকে একাধিক নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। সেই বৈঠকে ছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। বেসরকারি হাসপাতালগুলোকে এদিন বলা হয়, সংক্রমণের প্রথম ঢেউয়ের মতোই শয্যা প্রস্তুত রাখতে হবে। একই সঙ্গে বলা হয়েছে বেসরকারি হাসপাতালগুলির যে ল্যাব রয়েছে, সেখানে প্রতিদিন কত নমুনা পরীক্ষা হচ্ছে, কতগুলি রিপোর্ট পজিটিভ হচ্ছে সেই পরিসংখ্যানও স্বাস্থ্য ভবনকে পাঠাতে হবে। পাশাপাশি ওষুধের স্টক কী রয়েছে সে বিষয়েও তথ্য দিতে বলা হয়েছে বেসরকারি হাসপাতালগুলোকে। নজরে রাখতে বলা হয়েছে চিকিৎসার অন্যান্য সামগ্রীর স্টকের দিকেও। অর্থাৎ স্বাস্থ্য ভবন সরকারি হাসপাতালগুলোকে যেমন সদা জাগরূক থাকতে বলেছে, একই নির্দেশ দেওয়া হয়েছে বেসরকারি হাসপাতালগুলোকেও।