নিজস্ব সংবাদদাতাঃ দেশজুড়ে ভয় ধরাচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। বাংলাতেও একটু একটু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর তাই সংক্রমণে রাশ টানতে নতুন বছরের প্রথম দিন ভক্তদের জন্য কালীঘাট মন্দিরের গর্ভগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। বছরের প্রথম দিন মানেই চতুর্দিকে উৎসবের মেজাজ। সেদিন আবার কল্পতরু উৎসবও। তাই বছরটা অনেক ভক্তই শুরু করতে চান মন্দিরে পুজো দিয়ে। কিন্তু বছর শেষে এক ধাক্কায় করোনার দাপট অনেকখানি বেড়ে যাওয়ায় সতর্ক হচ্ছে মন্দির কর্তৃপক্ষগুলি। কালীঘাট মন্দিরের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, আলিপুর আদালতের নির্দেশ মেনে ভক্তদের জন্য ১ জানুয়ারি মন্দিরের গর্ভগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র পুরোহিত, সেবাইতরা প্রবেশ করতে পারবেন। তবে নিত্য পুজো ও ভোগ আগের মতোই বহাল থাকবে।