মাঝ আকাশে রিপোর্ট পজিটিভ!

author-image
Harmeet
New Update
মাঝ আকাশে রিপোর্ট পজিটিভ!


নিজস্ব সংবাদদাতাঃ আমেরিকার শিকাগো থেকে বিমান যাচ্ছিল আইসল্যান্ডের রাজধানী রেইক্যাভিকে। কোভিডবিধি মেনে উড়ানের আগে যাত্রীদের নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য। তাতে সকলের রিপোর্টই নেগেটিভ এসেছিল। তবে মাঝ আকাশে এক মহিলা অসুস্থ হয়ে পড়ায় ফের তাঁর পরীক্ষা হয়। সেই পরীক্ষার ফল বেরোতে জানা যায় তিনি করোনা আক্রান্ত। এরপরই তড়িঘড়ি তিনি গেলেন বিমানের শৌচাগারে! সাময়িক নিভৃতবাসে! সূত্রের খবর, ওই মহিলার নাম মারিসা ফোটিও। পেশায় স্কুল শিক্ষিকা মারিসা জানিয়েছেন, বিমান ওড়ার ঘন্টা দেড়েক পর থেকে তাঁর গলায় যন্ত্রনা শুরু হয়। মাথাও ঘুরতে থাকে। এর পর ফের তাঁর নমুনা পরীক্ষা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে।